যে কাজগুলো করলে রোজা ভেঙ্গে যায় না

রমজান মাস হচ্ছে মুসলিম উম্মার কাছে আল্লাহর এক অফুরন্ত নেয়ামত। আর এই রমজান মাসে সকল মুসলিম আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে তবে এমন কিছু কারণ আছে যেগুলো করলে রোজা ভঙ্গ হয় না। তবে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি সুস্থ মস্তিস্কের হয় অথবা শারীরিকভাবে অসুস্থতা না থাকে তাহলে তাকে অবশ্যই রোজা রাখতে হবে।

কিন্তু এমন কোন সময় আছে, যে সময় রোজা না রাখলে কোন সমস্যা হয় না পরবর্তীতে সেই রোজা আদায় করলে তা পালন হয়ে যাবে! এ সম্পর্কে মহান আল্লাহ তা’আলা পবিত্র গ্রন্থ আল কুরআনে বলেছেন , ” কোন ব্যক্তি যদি সফরে থাকে অথবা সে অসুস্থ থাকে তাহলে সে রমজান মাসে রোজা না রাখুক কিন্তু পরবর্তীতে তা আদায় করতে হবে।” অর্থাৎ সফর অথবা বিশেষ গুরুতর অসুস্থ থাকলে রোজা না থাকলেও চলবে।

তো চলুন জেনে নেই কোন কোন কাজগুলো করলে রোজা ভঙ্গ হয় না।

গুরুতর অসুস্থ অবস্থায় রোজা না রাখলে আপনা গুনাহ হবে না।

Scroll to Top