Rate Ghumanor Dua – রাতে ঘুমানোর আগের ও পরে দোয়া।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে ঘুমানোর আগে বিশেষ করে তিন টি সূরা পাঠ করতেন।এই তিন টি সূরাহ হলো সূরাহ ইখলাস,সূরা ফালাক এবং সূরা নাস। আর এই তিনটি সূরা কে একত্রে তিন কুল বলে।
তিনি প্রতিদিন রাতে ঘুমানোর এবং প্রতিদন সকালে ঘুম থেকে উঠার পর বিছানায় শুয়ে তার দুই হাত উপরে তুলে প্রথমে সূরা ইখলাস পাঠ করতেন তার পর সূরাহ ফালাখ এবং সূরা নাস পাঠ করতেন।
এর পর তিনি তার দুই হাতে ফু দিয়ে পুরো শরীরে ম্যাসেজ করতেন।
কারন এই তিন কুল সূরা পাঠ করে ঘুমালে রাতে সকল খারাপ নজর ও শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায়।
এবং সকালে পাঠ করলে ও সকল বিপদ ও খারাপ নজর থেকে রক্ষা পাওয়া যায়।
এছাড়াও রাসুলু (সাঃ) ঘুমানোর আগে আরেক টি দোয়া পাঠ করে ঘুমাতেন ।
এই হাদিস টি হজরত হুযাইফাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে।
রাসুলু (সাঃ) ঘুমানোর আগে তিনার নিজ গালে দুই হাত রাখতেন এবং এই সূরা টি পাঠ করতেনঃ
রাতে ঘুমানোর দোয়াঃ

বাংলা উচ্চারণ- আল্লাহুম্মা – বিসমিকা – আমুতু – ওয়া – আহইয়া।
এবং অর্থ : ‘হে আল্লাহ! – আপনারই নামে মরে যাই আবার আপনারই নামে জীবন লাভ করি।’
ঘুম থেকে ওঠার পরের দোয়াঃ

বাংলা উচ্চারণ- ‘আলহামদু – লিল্লাহিল – লাজি – আহইয়ানা – বা’দা মা – আমাতানা -ওয়া- ইলাইহিন – নুশুর।’
এবং এর অর্থ : ‘সব প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান।’
আল্লাহ্ আমাদের এই আমল গুলো প্রতিদিন পালন করার তাওফিক দান করুন।
আমিন।
Ayatul Kursi Bangla-আয়াতুল কুরসী – বাংলা উচ্চারণ অনুবাদ ও ফজীলত
প্রতিদিন ঘুমানোর আগে এবং পরে যে সব দোয়া পড়তে হয় তার সম্পর্কে আরো জানতে চাইলে ক্লিক করুন।