Robi bondho sim offer (Reactivation SIM Offer) – বন্ধ সিমের অফার

Robi bondho sim offer

Robi bondho sim offer (Reactivation SIM Offer)

রবি তাদের গ্রাহকদের সচল রাখতে প্রতি নিয়তই বিভিন্ন অফার দিচ্ছে। তবে এই ক্ষেতে যে সকল গ্রাহক তাদের রবি সিম টি বন্ধ করে রেখেছে তাদের আবার রবি সিম ব্যবহার করতে বিভিন্ন চোখ ধাধানো অফার দিয়ে যাচ্ছে। কোন গ্রাহক যদি কোন রবি সিম কার্ড বেশি দিন বন্ধ রাখে তাহলে সেই সিম কার্ডটি আবার সচল করতে রবি কোম্পানি থেকে বিভিন্ন মিনিট বান্ডেল, ইন্টারনেট প্যাকেজ, সাশ্রয়ই মূল্যে মিনিট অফার করে থাকে। আর আপনার যদি একটি রবি সিম বন্ধ থাকে তাহলে আপনিও এমন অফার উপভোগ করতে পারবেন।

কিন্তু কিভাবে আপনি জানতে পারবেন আপনার বন্ধ রবি সিমে কোন অফার টি আছে?

আপনার রবি বন্ধ সংযোগে কোন অফার আছে কিনা তা জানতে হলে নিচের কোড টি ডায়াল করুন

*৮০৫০# অথবা মেসেজ করুন যে কোন রবি নাম্বার থেকে এই ঠিকানায় A<space>০১৮xxxxxxxx লিখে ৮০৫০ তে সেন্ড করুন।

এছাড়া Robi Bondho sim offer – রবি বন্ধ সিম অফার গুলো হলোঃ

  • 41 টাকা রিচার্জে 6 GB ইন্টারনেট। ( যেকোন সময় ও যে কোন ব্যবহারের জন্য)
  • 119 টাকা রিচার্জে 4 GB ইন্টারনেট ও 120 মিনিট। ( সব ধরনে ব্যবহারে ও সব অপারেটরে)
  • 11 টাকা রিচার্জে ১৫ মিনিট ( মেয়াদ 7 দিন )
  • 27 টাকা রিচার্জে 1 GB+15 মিনিট ( মেয়াদ 7 দিন )
  • 54 টাকা রিচার্জে 2 GB+30 মিনিট ( মেয়াদ 7 দিন )
  • 17 টাকা রিচার্জে 1 GB ( মেয়াদ 7 দিন )
  • 41 টাকা রিচার্জে 2 GB ( মেয়াদ 7 দিন )

রবি তাদের Robi Bondho sim offer দিচ্ছে মাত্র ৪১ টাকায় ৬ জিবি ইন্টার নেট।

এই অফার টি পেতে হলে আপনার বন্ধ থাকা রবি সিম কার্ড টিতে ৪১ টাকা রিচার্জ করুন।

Robi bondho sim Intarnet offer – 41 টাকায় 6 GB Intarnet

  • ডাটার পরিমানঃ 6 GB
  • মেয়াদঃ 7 Day
  • টাকার পরিমানঃ 41 Taka
  • ইন্টারনেট চেকঃ *3#

রবি বন্ধ সংযোগে মাত্র ১১৯ টাকায় 4 GB ইন্টারনেট ও 120 মিনিট টকটাইম সহ দুর্দান্ত একটি কম্বো অফার দিচ্ছে।

আপনি আপনার রবি বন্ধ সিম কার্ডে ১১৯ টাকা রিচার্জে মাধ্যমে ৪ জিবি ইন্টারনেট ও ১২০ মিনিট অফার টি পেতে পারেন।

Robi bondho sim Intarnet offer – 119 টাকায় 4 GB ইন্টারনেট ও 120 মিনিট টকটাইম

  • ডাটার পরিমানঃ 4GB ইন্টারনেট।
  • মিনিটের পরিমানঃ 120 মিনিট।
  • টাকার পরিমানঃ 119 টাকা।
  • মেয়াদঃ ৩০ দিন।
  • ইন্টারনেট চেকঃ *3#
  • মিনিট চেকঃ 2222#

Robi bondho Sim special offer (Reactivation SIM) – রবি বন্ধ সিম স্পেসাল অফার

Robi bondho sim offer
Robi bondho Sim special offer

Robi bondho Sim special offer

রবি তাদের গ্রাহক দের দিচ্ছে স্পেসাল অফার । বন্ধ সিমে মাত্র ৪৮ টাকা রিচার্জ করলেই পাবেন ৬ জিবি ইন্টারনেট ,৪৮ পয়সা পার মিনিট এবং মেয়াদ ৩০ দিন।

  • রিচার্জের পরিমানঃ 48 টাকা।
  • ইন্টারনেটঃ 6 GB ।
  • কল রেটঃ 48 পয়সা পার মিনিট।
  • মেয়াদঃ 30 দিন।
  • ইন্টারনেট চেকঃ *3# ।

Robi 9 টাকায় 1 GB Internet Offer – রবি ৯ টাকায় এক জিবি ইন্টার নেট অফার।

এছাড়াও রবি তাদের বন্ধ সিমে দিচ্ছে মাত্র 9 টাকায় 1 জিবি ইন্টারনেট এই অফারটি পেতে আপনার রবি সিম কার্ডে 9 টাকা রিচার্জ করলে 1 জিবি পেয়ে যাবেন। অফার টি আপনার সিম কার্ডে একটিভ আছে কিনা তা জানতে ডায়াল করুন *999#

আপনি চাইলে সরাসরি রবি অফিসিয়াল ওয়েবসাইট থেকে রবি বন্ধ সংযোগের অফার সমূহ সম্পর্কে জানতে পারবেন।

Related: Robi Bondho sim offer

Scroll to Top