Robi Minute Check করার জন্য কোড খুজছেন ? সমস্যা নেই আজকে আপনাকে দেখিয়ে দিব কি ভাবে খুব সহজেই আপনার মোবাইলে কত মিনিট আছে তা বের করার সম্পূর্ন প্রসেস টি । ব্যাপার টা একদম সিম্পল। সুধু আপনি স্টেপ টু স্টেপ আমাদের দেখানো নিয়ম টি ফলো করুন।
আর হ্যাঁ একটু নিছে খোজ করলেই পেয়ে যাবেন Robi Minute Check করার কোড টি ।
Robi Minute Check Code টি হলো :
রবি মিনিট চেক কোডঃ *222*2# এবং *222*9#
তো এই বার চলুন কি ভাবে আপনি এই কোড টি ব্যবহার করে আপনার সিমে কত মিনিট আছে তা বের করবেন ।
মিনিট চেক করার জন্য প্রথমেই আপনাকে আপনার ফোনের কল অপশেন টিতে যেতে হবে।

তার আপনাকে ডায়াল করতে হবে Robi Minute Check করার কোড হলো *222*2# এবং *222*9# ।

নিছে রেড মার্ক করা ছবি টি দেখুন। কোড টি ডায়াল করার পর আপনি দেখতে পাবেন ঠিক আপনার রবি সিম কার্ডে ঠিক কত মিনিট আছে ।

প্রথম কোড টি যদি কাজ না করে তাহলে আপনি দ্বিতীয় কোড টি দিয়ে ঠিক একই ভাবে ডায়াল করে আপনার রবি সিমে কত মিনিট আছে তা খুব সহজেই বের করতে পারবেন।
কাজ টা খুব সহজ । তাই উপরের দেখানো নিয়মে যে কেউ চাইলেই রবি তে খুব সহজেই মিনিট চেক করতে পারবে।
My Robi App Minute Check – মাই রবি অ্যাপসে মিনিট চেক
আপনি চাইলে আপনার স্মার্ট ফোনের মাধ্যমে খুব সহজেই আপনার রবি সিমে কত মিনিট আছে তা চেক করতে পারবেন । মাই রবি অ্যাপসে শুধু মিনিট নয় এছাড়া আপনি আপনার ব্যালেন্স, ইন্টারনেট ডাটা, রিচার্জ ইত্যাদি রকমের কাজ করতে পারবেন।
এর জন্য আপনাকে শুধু মাত্র Google Play Stor অথবা Apple Stor থেকে My Robi App ডাউনলোড করতে হবে।

তার পর My Robi App আপনি আপনার রবি নাম্বার দিয়ে লগ ইন করলেই উপরের ছবির মত একটি ইন্টারফেস আসবে সে খানেই আপনি আপনার রবি সিমে থাকা মিনিট , ইন্টারনেট ডাটা । বর্তমান মোবাইল ব্যাল্যান্স ইত্যাদি সব তথ্য পেয়ে যাবেন ।
রবি মিনিট চেক কোড
আমাদের মধ্যে অনেকেই আছেন প্রায় প্রতিদিন রবি সিম কার্ডে মিনিট বান্ডেল ব্যবহার করেন । কিন্ত জানেন না কি ভাবে রবি সিম কার্ডে মিনিট চেক করতে হয় । আর তাদের জন্যই আমরা আজকে এই পোস্ট সম্পূর্ন ভাবে দেখিয়েছি কি ভাবে খুব সহজেই Robi Minute Check করা যায় ।
রবি সিমে মিনিট চেক করার জন্য আপনাকে ডায়াল করতে হবেঃ
*222*2# এবং *222*9#
Robi Minute Check করার ভিডিও।
Releted Post:
Pingback: Robi 1 GB Internet Offer - রবি ইন্টারনেট অফার ১ জিবি - Up Bangla