সূরা হাশরের শেষ তিন আয়াত
হাদিসে থেকে পাওয়ায় যায়, হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে তিনবার।
( আউযুবিসমিল্লাহিস সামিঈল আলিমিমিনাশ শাইতানির রাজিম )পাঠ করার পর সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করবে, আল্লাহ তায়ালা তার ওই বান্দার জন্য সত্তর হাজার রহমতের ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এবং সেই ফেরেস্তাগন ঐবান্দার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রহমত ও মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। এবং এই সময়ের মধ্যে সে বান্দা মারা গেলে শাহাদাতের মর্যাদা লাভ করবে।
আবার একই ভাবে যে বান্দা প্রতিদিন সন্ধ্যার সময় তিনবার ( আউযুবিসমিল্লাহিস সামিঈল আলিমিমিনাশ শাইতানির রাজিম ) পাঠ করার পর সূরা হাশরে শেষের তিন আয়াত পাঠ করবে, আল্লাহ তায়ালা তার ওই বান্দার জন্য সত্তর হাজার রহমতের ফেরেশতা নিযুক্ত করে দিবেন।এবং সেই ফেরেস্তাগন ঐবান্দার জন্য সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রহমত ও মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। এবং এই সময়ের মধ্যে সে বান্দা মারা গেলে শাহাদাতের মর্যাদা লাভ করবে। (সুবহানআল্লাহ)
আল্লাহ তালা কত মহান । তিনি তার বান্দাদের গুনাহ মাপ করার জন্য এই সুরায় এতো বেশি ফজিলত দিলেন যে একবার এই সুরা পাঠ করলে এক সাথে ৭০ হাজার ফেরেস্তা সকাল থেকে সন্ধ্যা পযন্ত দোয়া করতে থাকে।
আল্লাহ আমাদের সকল কে এই আমল টি করার তৌফিক দান করুন ।( আমিন)
সূরা হাশরের শেষ তিন আয়াত
সুরা হাশরের শেষ তিন আয়াত বাংলা উচ্চারনঃ

সূরা আল হাশর এর বাংলা উচ্চারনঃ
“হু আল্লা হুল্লাজী লা (আ) ইলাহা ইল্লা হু। আলুমুল গাইবি ওয়াশ শাহাদাতী হুয়ার রাহমানুর রাহীম। হু আল্লা হুল্লাজী লা (আ) ইলাহা ইল্লা হু। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মু, মিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্ববির। ছুব হানাল্লাহী আম্মা ইউশরিকুন। হু আল্লাহুল খালেকুল বারিয়্যুল মুছাওরেলাহুল আছমা (আ)উল হুছনা।ইউ ছাব্বিহু লাহু মা ফিচ ছামা ওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম।”
Ayatul Kursi Bangla-আয়াতুল কুরসী – বাংলা উচ্চারণ অনুবাদ ও ফজীলত
Pingback: Surah Fatiha Bangla Anubad - সূরা ফাতিহা বাংলা অনুবাদ ও অর্থ সহ । - Up Bangla